Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

বাংলাদেশের প্রতিটি  উপজেলায়  এখনও সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় নেই। বর্তমানে ১০টি বৃহত্তর জেলায় (যশোর, খুলনা, ফরিদপুর,বরিশাল, বগুড়া, রংপুর, সিলেট, টাংগাইল, কুমিল্লা ও নোয়াখালী) জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন ৩৭টি জেলায় ২৬০টি উপজেলার মধ্যে ২০৯টি উপজেলায় স্থায়ী সেট-আপ বা স্থায়ী কাঠামোভুক্ত এই অফিস রয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীন জোনাল সেটেলমেন্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়।

এছাড়া আরও ০৯টি বৃহত্তর জেলার (দিনাজপুর, রাজশাহী, কুস্টিয়া, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, ঢাকা,পটুয়াখালী ও চট্টগ্রাম) অধীন আরও ২০০টি উপজেলায় স্থায়ী সেট-আপ বা স্থায়ী কাঠামোভুক্ত এই অফিস স্থাপনের সকল আনুষ্ঠানিকতা (যাবতীয় সরকারী আদেশ-নির্দেশ) সম্পন্ন হয়েছে। অচিরেই বর্ণিত ২০০টি উপজেলায় অফিস স্থাপনসহ লোকবল নিয়োগ করা হবে